আমাদের স্লোগান

জানো । জানাও। বদলাও

একদল উদ্যমী তরুণ-তরুণী দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন বদলাও ইয়ূথ ফাউন্ডেশন (বইফা)। যারা আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি চর্চা, মাদক ও জঙ্গিবাদ বিরোধী, সামাজিক আন্দোলন ও পরিবেশ রক্ষায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিএ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং যুগপযোগি প্রশিক্ষিত যুবসমাজ গড়ে তুলতে বদ্ধ পরিকর। বদলাও ইয়ূথ ফাউন্ডেশন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন (নিবন্ধন নং: যুউঅ/চাঁদ/২০১৯-২) প্রাপ্ত সংগঠন।

সুবিধাবঞ্চিত শিশুদের মানোন্নয়ন

চাদপুরকে সবুজের নগরীতে রূপান্তর

সামাজিক গণসচেতনতা বৃদ্ধি

দক্ষ যুব শক্তি সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ

Play Video

শুরুটা ২০১৫ সাল থেকে

একদল উদ্যমী তরুণ-তরুণী দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন বদলাও ইয়ূথ ফাউন্ডেশন (বইফা)। যারা আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি চর্চা, মাদক ও জঙ্গিবাদ বিরোধী, সামাজিক আন্দোলন ও পরিবেশ রক্ষায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিএ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং যুগপযোগি প্রশিক্ষিত যুবসমাজ গড়ে তুলতে বদ্ধ পরিকর।

আমাদের প্রোজেক্টসমূহ

বদলাও ইয়ূথ ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল থেকেই বিভিন্নরকম সামাজিক ও উন্নয়নমূলক কাজের সাথে জড়িত রয়েছে। সংগঠনটি যুবদের নিয়ে বিভিন্নরকম কর্মকান্ডেও জড়িত রয়েছে। বর্তমানে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন (বইফা) সবার জন্য সুশিক্ষা, যুবদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মেডিক্যাল ও স্বাস্থ্য, সমাজের দুঃস্থদের সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি প্রোজেক্ট পরিচালনা করছে । ভবিষ্যতে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন এই কার্যক্রম গুলোকে আরো প্রভাবশালী ও উপকারী করার জন্য অনলাইন সিস্টেম চালু করার জন্য প্রস্তুতি নিয়েছে।