Workshop on Youth & Organization Development Program

বদলাও ইয়ূথ ফাউন্ডেশন এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।কার্মশালাটি ভিন্ন ৩টি বিষয়ে দিন ব্যাপি চলমান থাকে।বইফার কার্যনির্বাহী কমিটির সাথে কথা বলে জানা যায় এই রকম আরো ৩টি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে যেখানে প্রতি ব্যাচএ ২৫ করে শিক্ষার্থী সম্পুর্ন ফ্রি-তে দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে পারবে।

দক্ষ যুব সমাজ গড়তে প্রশিক্ষণ এর বিকল্প নেই বলেই এই উদ্যোগ নিয়েছে বইফা। সমাজের সর্বস্তরের সুনাগরিকদের সহযোগিতা পেলে এই কার্যক্রম আগামীদিনে আর বেগবান হবে বলে আস্থা প্রকাশ করেছেন। উক্ত কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুর রহমান, সভাপতি বইফা, তৌফিক মাহমুদ,সাধারণ সম্পাদক বইফা, মুহাম্মদ রাকিবুর রহমান, প্রভাষক জীব বিজ্ঞান, ঢাকা কমার্স কলেজ। এছাড়াও সঞ্চালনায় ছিলা ইসরাত জাহান মিম হালিমা তুজ সাদিয়া।ট্রেনিং শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *