বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
সভাপতি মুহাম্মদ আবদুর রহমান রিজভী, সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ।
বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২২ ও ২০২৩ সালের জন্য গঠিত এই কমিটির সভাপতি হয়েছেন মুহাম্মদ আবদুর রহমান রিজভী। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মাসিক সাধারণ সভায় নতুন এই কমিটির ঘোষণা হয়।
নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন ইশরাত জাহান মিম এবং সাংগঠনিক সম্পাদক পদে এসেছেন হালিমা তুজ সাদিয়া।
কার্যনির্বাহী কমিটিতে আরোও আছেন- সোহেল আহমেদ, মাহামুদা আক্তার, মারিয়া আক্তার, কামরুল ইসলাম ঢালী, আয়ুব নাগরী হিমেল, ইকরা নূর, বুশরা রহমান নাবা।
নতুন কমিটি গঠনের জন্য প্রধান নির্বাচনী কমিশনার মুহাম্মদ রাকিবুর রহমান দায়িত্ব পালন করেন।