Projects
To tackle the health problems of women, children, and elderly in the rural and slum areas, Bodlao Youth Foundation introduced the Health Development Program.

About Health Development Program

LEARN | SHARE | CHANGE

Bodlao Youth Foundation aims to deal with the health problems of women, children, and elderly in the rural and slum areas. There are two components to the project. First volunteers of Bodlao Youth Foundation collaborate with teams of experts in the medical field and set up camps in rural areas or slum areas to collect data and find out the health problems of a particular area. Secondly, team of experts comes up with strategies to follow to overcome the health problems of that area.

Objective of the project

Adolescent Health Care and Raising Awareness

Raising Awareness Among Pregnant Women

Improvement of Physical and Mental Health of Children

Special Thanks to

Dr.Halima Kabir Tonni

শুরু থেকে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বদলাও ইয়ূথ ফাউন্ডেশন প্রতি ঈদে নতুন জামা দিয়ে থাকে। তাদের শিক্ষার জন্য মুক্ত মক্তব, তাদের মা-এর জন্য হাতের কাজ প্রশিক্ষণ আয়োজন করে যাচ্ছে। যুবদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, সভা-সেমিনারের আয়োজন করছে যাতে যুবদের নেতৃত্বের গুনাবলি তৈরি হয়।

Project Blog

Do you want to work for the underprivileged community and change their lives?

বদলাও ইয়ূথ ফাউন্ডেশন আর্থ—সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, ক্রীড়া, সংস্কৃত চর্চা, মাদক ও জঙ্গিবাদ বিরোধী, সামাজিক আন্দোলন এবং পরিবেশ রক্ষায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংগঠন যুব সমাজ ও শিশুদের সময় উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর।