বছরের প্রথম দিন কাটলো মুক্ত মক্তব-এর শিশুদের নিয়ে। মুক্ত মক্তব বদলাও ইয়ূথ ফাউন্ডেশন-এর একটি প্রোজেক্ট যার উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিশুদের প্রাতিষ্ঠানিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে চলমান ধারায় ফিরিয়ে এনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা।
আজকে মুক্ত মক্তবের শিশুদের সাথে ইংরেজি নববর্ষ উৎসব পালন, আনন্দ ও মজার সময় কাটানোর পাশাপাশি অভিভাবকদের সাথে এই বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। শিশুদের উজ্জ্বল হাসির মতো আমাদের বছর ও যেন উজ্জ্বল হয় তাই আমাদের কামনা।