সুস্থ নেই প্রিয় শহর চাঁদপুর। সংক্রমণ আর স্বজন হারানোর কান্নায় ভারী হচ্ছে বাতাস। তাই এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মানা ও ভেক্সিনেশন কার্যক্রম জোরদারের বিকল্প নেই।
এই পরিস্থিতিতে আপনাদের পাশে আছে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন। আমরা ফ্রি ভেক্সিন /টিকা রেজিষ্ট্রেশন করে দিচ্ছি। সাথে টিকা কার্ডও দিয়ে দিচ্ছি। গতকাল ও তার আগের দিন ৩০ ও ৩১ জুলাই আমরা প্রায় ১৩৫ টি ফ্রি ভেক্সিন রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করেছি।
আপনিও চাইলে আমাদের কাছে এসে আপনার ফ্রি ভেক্সিন রেজিষ্ট্রেশনটি করে নিতে পারেন।( সময়ঃ সকাল ১১ থেকে বিকেল ৪ টা)
আর ফ্রি অক্সিজেন সাপ্লাই এর জন্য ফান্ড সংগ্রহ করছি। এমন অবস্থায় আমাদের সকলের উচিৎ সবাই এক হয়ে কাজ করা।
সাহায্য প্রেরণে যোগাযোগ করুনঃ
০১৬৮৮১২৯৯০৮( বিকাশ, নগদ, রকেট)
০১৬৩২৭৪৯৯৪০(বিকাশ,নগদ)
সুস্থ থাকুন, ঘরে থাকুন
#বদলাও_ইয়ূথ_ফাউন্ডেশন
#bodlao_youth_foundation
#save_chandpur
#COVID19