বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন ঈদ পোশাক বিতরণ অনুষ্ঠান-২০২২

“সবার জন্য ঈদ আনন্দ, একটি নতুন জামা একটি শিশুর মুখে হাঁসি” এই স্লোগানকে ধারন করে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন ৭ম বারের মতো আয়োজন করেছে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন ঈদ পোশাক বিতরণ অনুষ্ঠান-২০২২

চাঁদপুর জেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বদলাও ইয়ূথ ফাউন্ডেশন প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন ঈদ পোশাক বিতরণ করেছে। কোরআন তিলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান এর সুচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুর রহমান রিজভী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট হেলাল হোসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ঢাকা কমার্স কলেজের জীববিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ রাকিবুর রহমান, সংগঠনের উপদেষ্টা এডভোকেট আলেয়া বেগম লাকি, সংগঠনের উপদেষ্টা কুরছিয়া বেগম সীমা।

২০১৫ সাল থেকে বরাবরের মতো চাঁদপুরের এই সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করে বিভিন্ন অঙ্গনে সাড়া ফেলেছে। তারপর থেকে বদলাও পরিবার সমাজের বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা, মাদক ও জঙ্গী বিরোধী সামাজিক আন্দোলন ও পরিবেশ রক্ষায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে আসছে। যুগোপযোগী প্রশিক্ষিত সমাজ গড়ে তুলতে বদ্ধপরিকর এই সংগঠন। গত ৬ বছরে সর্বমোট চার হাজারের আধিকজন সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন পোশাক দেয়া হয়েছে। সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আবদুর রহমান রিজভী তার বক্তব্যে বলেন, “২০১৫ সালের শেষটা এসেছিলো সুখের বার্তা নিয়ে। ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ পোষাক বিতরণ করার মধ্য দিয়ে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন সূচনা করেছিলো সুবিধাবঞ্চিত নিয়ে ইতিবাচক কর্মসূচি। এর মধ্যে অন্যতম হলো সুবিধাবঞ্চিত শিশুদের পথশিশু হওয়ার হাত থেকে রক্ষা করা ও সময় উপযোগী করে গড়ে তোলার প্রকল্প”। তিনি আরোও বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নের উদ্দেশ্যে ধীরে ধীরে আমাদের কাজের সাথে যুক্ত হয় “মুক্ত মক্তব”, কুইজ প্রতিযোগীতা বিভিন্ন টুর্নামেন্ট, যা নিয়ে অগ্রসর হয়েছে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন। শত প্রতিকূলতা পাড়ি দিয়ে আজ আমাদেরে এই সংগঠন যুব সমাজ ও শিশুদের সময় উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর”।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট হেলাল হোসেইন সংগঠনটির সামাজিক কাজের প্রশংসা করেন এবং পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকদেরকে তাদের সন্তানদের প্রকৃত মানুষ ও দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উপদেশ দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ রাকিবুর রহমান তার বক্তব্যে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন-এর উদ্যমী সদস্যদের ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এই কাজ যেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশন অব্যাহত রাখে তার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি এডভোকেট আলেয়া বেগম লাকি তার বক্তব্যে খুব সুন্দর ভাবে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন-এর এই প্রোজেক্টের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন এবং সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতি তৌফিক মাহমুদ তার সমাপনি বক্তব্যে এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবার আমরা প্রকৃত সুবিধাবঞ্চিত শিশুদের বাছাই করে প্রায় দুই শতাধিক শিশুকে নতুন ঈদ পোশাক দিয়েছি।”

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক মাহমুদা আক্তার, বুশরা রহমান নাবা, তানভীর হোসেইন, কাজী বোরহান আলম, রাহিম তালুকদার, নাহিমা আক্তার, মোঃ কামরুল ইসলাম ঢালী।

তরুণদের নিয়ে গড়া এই সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইতোমধ্যে ‘মুক্ত মক্তব’ নামে একটি প্রাথমিক ও নৈতিক শিক্ষা কেন্দ্র চালু করেছে যেখানে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের কোরআন ও প্রাথমিক শিক্ষা দেয়া হচ্ছে। সমাজের বিত্তবানেরা যদি সদয় হয়ে এদের পাশে দাঁড়ায়, তাহলে এই সংগঠন আরোও দুর্বার গতিতে এগিয়ে যাবে।